Gobardanga Gabeshana Parishad

Our Activities​

] জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি (Biodiversity Management Committee)

ক) জীববৈচিত্র্য নথি প্রস্তুত (Preparation of Biodiversity Register) ও তার সংযোজন-পুনর্গঠন।

খ) জৈব মেলা ও জৈব চাষের প্রচার ও প্রসার (Organisms of Organic Fair and Ecofriendly Agriculture), মৌমাছি পালন কর্মসূচি ও মধু বিক্রয় করা হয়।

গ) প্রচারমূলক কর্মসূচি— ত্রৈমাসিক ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ পত্রিকা প্রকাশ (২০২০ থেকে শুরু) —সম্পাদক : দীপাঞ্জন দে। মূল্য— প্রতি সংখ্যা ৪০ টাকা, তিন বছরের গ্রাহক চাঁদা ৫০০ টাকা। আজীবন গ্রাহক চাঁদা— ৫০০০ টাকা। (৪৮ পাতা + রঙিন কভার ৪ পাতা)

ঘ) জৈব বৈচিত্র্য রক্ষার আন্দোলনের প্রসারে গ্রন্থ প্রকাশ করা হয়।

ঙ) জলাভূমি রক্ষা ও সবুজায়ন প্রকল্প রূপায়িত করা।

চ) পাতা পচা (কম্পোস্ট) সার ও কেঁচো সার (কৃষকবন্ধু, গাইঘাটার সহায়তায়)— তৈরি ও বিক্রয় করা হয়। যাবতীয় যোগাযোগ— ৯০৬৪৭৫৭৬৮৪

] স্কুল পর্যায়ে (প্রাথমিক ও মাধ্যমিক স্তর) গণিত শিক্ষাকে জনপ্রিয় করা

অ-প্রথামাফিক বিজ্ঞান ক্লাবের কাজের সূত্র

‘গণিত ভীতি’ শব্দটাকে বর্জন করে ‘গণিতকে ভালোবাসো’ বা গণিত শিক্ষায় আগ্রহী করা— এধরনের লক্ষ্য পূরণে ত্রৈমাসিক ‘গণিত ভাবনা’ পত্রিকা প্রকাশ করা, গণিত বিষয়ক কর্মশালা ও আলোচনাচক্র অনুষ্ঠিত করা, গণিত মেলা সংগঠিত করা ইত্যাদি।

ক) ত্রৈমাসিক ‘গণিত ভাবনা’ প্রকাশ— ২০১৮ থেকে নিয়মিত প্রকাশিত। প্রতি সংখ্যা ৪০ টাকা, তিন বছরের গ্রাহক চাঁদা — ৫০০ টাকা, আজীবন গ্রাহক চাঁদা ৫০০০ টাকা  (৪৮ পৃষ্ঠা + ৪ পৃষ্ঠা রঙিন কভার)।

খ) এপর্যন্ত ২৫টি গণিত গ্রন্থ (বাংলা ভাষায়) প্রকাশ করা হয়েছে।

গ) বিভিন্ন বিদ্যালয়ে নিয়মিতভাবে গণিত কর্মশালা পরিচালনা করা হয়।

যাবতীয় যোগাযোগ— ৯০৬৪৭৫৭৬৮৪

] যুক্তিবাদীমুক্তমন ও বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ গড়ার লক্ষ্যে নিবেদিত প্রয়াস

ক) ত্রৈমাসিক ‘মুক্তমন মুক্তচিন্তা’ পত্রিকা প্রকাশ। প্রতি সংখ্যা ৪০ টাকা, তিন বছরের গ্রাহক চাঁদা (সডাক)—৫০০ টাকা, আজীবন গ্রাহক চাঁদা — ৫০০০ টাকা (৪৮ পৃষ্ঠা + ৪ পৃষ্ঠা রঙিন কভার)।

খ) দলিত নির্যাতন বন্ধে, নারী স্বাধীনতার পক্ষে, অবাধ জ্ঞানচর্চার মুক্তপ্রয়াসে কাজ করা হয়। যাবতীয় কুসংস্কার রোধে সচেতনতা বৃদ্ধি ও সক্রিয় প্রয়াস সংগঠিত করা এই লক্ষ্যের অন্যতম উদ্দেশ্য।

গ) আলোচনা চক্র ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা।

৪] ‘গোবরডাঙা’ (নবপর্যায়)

ত্রৈমাসিক সাহিত্য-বিজ্ঞান-সংবাদমূলক পত্রিকা প্রকাশ (২০১৭ থেকে নিয়মিত প্রকাশ)। ৮০ পৃষ্ঠা + ৪ পৃষ্ঠা রঙিন কভার। মূল্য প্রতিসংখ্যা— ৪০ টাকা, তিন বছরের গ্রাহক চাঁদা —৫০০ টাকা, আজীবন গ্রাহক চাঁদা —৫০০০ টাকা।

* আঞ্চলিক সংবাদ-সাহিত্য-সমাজ ইতিহাস-জীববৈচিত্র্য-বিজ্ঞান ভাবনামূলক লেখা প্রকাশ করা হয়। বাণিজ্যিক নয়, কিন্তু সময়ের কালসীমায় এর উপযোগিতাকে সজীব রাখা এই প্রয়াসের অন্যতম বিবেচ্য।

* আঞ্চলিক ইতিহাস-সমাজসাহিত্য-বিষয়ক আলোচনাসভা নিয়মিত অনুষ্ঠিত করা হয়। যাবতীয় যোগাযোগ— ৯০৬৪৭৫৭৬৮৪

৫] দ্বিমাসিক ‘বিজ্ঞানমেলা’ প্রকাশনায় সহায়তা

পত্রিকাটি সায়েন্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রকাশিত ও প্রচারিত। ২০২০, করোনা সময়কাল থেকে গোবরডাঙা গবেষণা পরিষদের সহায়তায় এখান থেকে প্রকাশ করা হচ্ছে। ২০১০ থেকে এই পত্রিকার সম্পাদক— দীপককুমার দাঁ।

৬] গ্রন্থ প্রকাশ

২০১০ থেকে২০২৩—এ পর্যন্ত যে সব গ্রন্থ প্রকাশ করা হয়েছে।

ক) আঞ্চলিক ইতিহাস বিষয়ক, খ) বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক, গ) গণিত বিষয়ক, ঘ) সাহিত্য-সমাজ-গল্প-কবিতা-প্রবন্ধ বিষয়ক, ঙ) বিবিধ

নিয়মিত কর্মসূচি

ক) সপ্তাহে সাতদিন, বছরে ৩৬৫ দিন (আপাতত) গ্রন্থাগার খোলা থাকে ও পড়াশুনার জন্য ব্যবহারযোগ্য। সময় ১১টা-৬টা। প্রয়োজনে ছবি তোলা যেতে পারে। জেরক্স করা হয় না। সবটাই বিনামূল্যে। ফোন করে কোন বিষয়ের কথা জানালে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়। (মেল, হোয়াটসঅ্যাপ মারফত)।

খ) বর্তমানে গ্রন্থাগার পরিসেবায় যাদের সহযোগিতা অপরিহার্য— ডা. অভিষেক দাঁ, বাসুদেব মুখোপাধ্যায়, নির্মলেন্দু বিশ্বাস, শুভ্রা বৈদ্য, তরুণ রায়, মাধবী দাস, লক্ষ্মী মজুমদার, সীমা বারুই, ডা. সায়ন্তিনী দে (দাঁ)। অতীতে যাদের সহযোগিতায় গ্রন্থাগার ধন্য হয়েছে — বিশ্বজিৎ ঘোষ, পূর্ণিমা মণ্ডল, কুমারেশ দাশ, প্রসূন বিশ্বাস, পপি বালা, শিবু বসু প্রমুখ। নিজস্ব ব্যবস্থায় বই/পত্রিকা বাঁধাই ও দেখভাল করা হয়।

গ) বই-পত্রিকা বিক্রি/গ্রাহক সংগ্রহ—

বিভিন্ন অনুষ্ঠান ও কর্মশালায় বই/পত্রিকা বিক্রি করা হয়। এছাড়া অন-লাইন ব্যবস্থায় রেজিস্টার্ড পার্শেল/স্পিড পোস্ট মারফত বই/পত্রিকা পাঠানো হয়। দীপককুমার দাঁ, ৯০৬৪৭৫৭৬৮৪, এই নম্বরে সহজেই জি-পে (G-Pay) বা Paytm করে টাকা পাঠানো যেতে পারে। সবটাই নির্ভরযোগ্য ও দায়িত্বসহকারে সুসম্পাদন করা হয়।

ঘ) আপাতত গ্রন্থাগার বিজ্ঞানের নিয়মানুসারে পঞ্জিকরণ কাজ করা হয়নি। নিজস্ব ব্যবস্থা ও ভাবনা অনুযায়ী বই/পত্রিকা সাজানো আছে।

ঙ) বসে পড়ার রিডিং-রুম ব্যবস্থা আছে। গোবরডাঙা হিন্দু-কলেজের সঙ্গে মৌ-স্বাক্ষর করা হয়েছে ২০১৮ থেকে।

চ) পশ্চিমবঙ্গ রাজ্যে সার্বিক বিজ্ঞান ক্লাব আন্দোলন ও জনবিজ্ঞান প্রচার-প্রসারমূলক কাজে সাধ্যমত সক্রিয় সহায়তা করা হয়। হাতে-কলমে বিজ্ঞানের পরীক্ষামূলক কাজেও উৎসাহ দেওয়া হয়।

ছ) বিভিন্ন বিষয়ে [সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, পরিবেশ ইত্যাদি] নিয়মিত সারাদিনের বা বৈকালিক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। বহু বিশিষ্ট বিদ্বজন, আলোচক ব্যক্তিত্ব এখানে এসেছেন। আলোচনা অনুষ্ঠানে যোগ দেবার জন্য।

জ) প্রতিবছর জৈব বৈচিত্র্য প্রচারমূলক মেলা অনুষ্ঠিত করা হয়। পরপর দুই বছর (২০২২, ২০২৩) গোবরডাঙা লিট্ল  ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত করা হয়। জৈব চাষের প্রচার ও প্রসারে কাজ করা হয়।

ঝ) সংগৃহীত বইয়ের সংখ্যা ৪০,০০০ প্রায়। যাবতীয় পত্রপত্রিকা (বিজ্ঞান, সাহিত্য, লিট্‌ল ম্যাগাজিন, অন্যান্য) ৬০,০০০ প্রায়।

ঞ) এ পর্যন্ত আমাদের গ্রন্থাগারে পড়াশুনা করে পিএইচ ডি উপাধিপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৬ জন; এম ফিল উপাধি প্রাপ্ত ৫ জন। বর্তমানে ১০-১৫ জন ছাত্রছাত্রী নিষ্ঠার সঙ্গে পাঠরত। পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পড়াশুনার জন্য কিছু ছাত্রছাত্রী আসে।

ট) ২০২১ থেকে কমপিউটার ব্যবস্থা সংযোজিত হওয়ায় পত্রিকা (বই প্রকাশনার কাজ ও গ্রন্থাগারের কাজ করা সহজ হয়েছে।

ঠ) ভোগসর্বস্ব ও যুদ্ধ-হিংসা জর্জরিত, জাতপাত-কুসংস্কার-মুক্ত পরিবেশবান্ধব টেকসই জীবনচর্যা গড়ার আদর্শে দায়বদ্ধ।